অনলাইন ইনকামের ৩টি মাইক্রো সাইট বা রিমোর্ট জব
আজ আমরা জনপ্রিয় এবং কার্যকর ৩টি মাইক্রো রিমোর্ট জব বা অনলাইনে ইনকামের সহজ
ওয়েবসাইট। আজ থাকছে এই ৩টি ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আলোচনা। যদি বিস্তারিত জানতে
হয় তাহলে পুরো আর্টিকেল পড়ুন।
অনলাইনে কিভাবে খুব সহজে ইনকাম করবো? এই প্রশ্নের সহজ সমাধানের জন্যই এই পুরো
প্রতিবেদন। তাই আজকের প্রতিবেদনটি একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন হাতে নিয়ে
আমরা পুরো আর্টিকেলের মূল বিষয় বস্তু গুলো জেনে নিই।
আজ এমন ৩টা International কাজের ওয়েবসাইটের কথা বলবো যেগুলো আসলেই অলমোস্ট Daily
পেমেন্ট দেয় এবং যার জন্য আপনার Paypal ও লাগবে না।আজকের প্রতিবেদনে ৩টি অনলাইন
ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানবো। কিভাবে আমরা কোনো রকম ইনভেস্ট না করেই
প্রতিদন আমরা খুব সহজেই ইনকাম করতে পারি। এখন অনলাইনে অনেক সাইট রয়েছে যেখানো
ইনকাম বা (রিমোর্ট জব) পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ৩টি সাইট জানবো।
প্রথমটি হলোঃ
- 1.SPROUTGIGS ,
- 2.HONEYGAIN এবং
- 3.INSTAGC.
১. SPROUTGIGS
নতুনদের জন্য সেরা মাইক্রো-জব সাইট। আগে এর নাম ছিল Picoworkers। ছোট ছোট কাজ করে
প্রতিদিন ইনকাম করার জন্য বাংলাদেশের তরুণদের মধ্যে এটি খুবই জনপ্রিয়। যারা
ফ্রিল্যান্সিং জগতে একেবারে নতুন, তাদের জন্য এটা দারুণ একটা প্ল্যাটফর্ম। এটি
মূলত কিছু কাজ করানোর জন্য অফার দিয়ে থাকেন। মজার ব্যাপার হলো এটি করার জন্য কোনো
বিশেষ স্কিলের প্রয়োজন নেই। তাই এখানে প্রায় প্রাথমিক পর্যায়ে থেকেই ইনকাম করা
সম্ভব। এই সাইটটি আগে থেকেই জনপ্রিয় ছিলো বর্তমানেও রয়েছে। তাই আপনিও খুব সহজে
প্রতিদিন কয়েক ডলার ইনকাম করতে পারেন।
কী করতে হয়ঃ প্রথমে যেকোনো একটি ওয়েব ব্রাউজার হতে সার্চ করুন উক্ত সাইটের নামটি।
এরপরে উক্ত মূল ওয়েবসাইটে প্রবেশ করুন এবং খুব সহজে ওয়েবসাইটে সাইন-আপ করা, অ্যাপ
ডাউনলোড করা, ইউটিউব ভিডিও দেখা, ফেসবুক পোস্টে লাইক দেওয়া বা ছোট ডেটা এন্ট্রির
মতো সহজ কাজ করতে হয়।
ইনকামঃ মনোযোগ দিয়ে কাজ করলে প্রতিদিন ২ থেকে ৫ ডলার বা তার বেশি ইনকাম করা
সম্ভব। সর্বনিম্ন ৫ ডলার হলেই উইথড্র করতে পারবেন। মজার ব্যাপার হলো এখানে কোনো
রকম বিশেষ একাউন্টের প্রয়োজন নেই আপনি বিকাশ, নগদ, ওয়েবমানি প্রভৃতিতে টাকা
টান্সফার করতে পারবেন। সকলের সুবিধার্থে নিম্নে উক্ত সাইটের লিংক দেওয়া হলোঃ
লিংকঃ sproutgigs.com
নোটঃ এখান থেকে Cryptocurrency (যেমন Litecoin), Skrill বা Payeer এর মাধ্যমে
পেমেন্ট নেওয়া যায়। ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট নিয়ে পরে সহজেই তা এক্সচেঞ্জ করে
বিকাশে টাকা আনতে পারবেন।
২. HONEYGAIN (সম্পূর্ণ প্যাসিভ ইনকাম)
এটি এমন একটি অ্যাপ যা আপনার কোনো পরিশ্রম ছাড়াই টাকা ইনকাম করে দেবে। আপনার কাজ
শুধু অ্যাপটি ইন্সটল করে চালু রাখা। এটাকে বলে সত্যিকারের প্যাসিভ ইনকাম। এটি
আপনার ডিভাইসগুলোতে ব্যাকগ্রাউন্ডে চলে এবং কোম্পানিগুলো মার্কেট রিসার্চ ও ডেটা
কালেকশনের জন্য এই ব্যান্ডউইথ ব্যবহার করে, যা আপনাকে অল্প পরিমাণে হলেও আয় করতে
দেয়, এবং এটি উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড ও লিনাক্সে ব্যবহার করা যায়। আপনি
চাইলে আজ থেকেই শুরু করতে পারেন এই প্যাসিভ ইনকামের যাত্রা। এটি ব্যবহার সহজ কোনো
রকম জটিলতা বা ঝুঁকি নেই। আপনার ফোনোর ডাটা সুরক্ষিত রেখে অপ্রয়োজনীয় ব্যান্ডউইথ
শেয়ার হয়।
কী করতে হয়ঃ অ্যাপটি আপনার ফোন বা ল্যাপটপে ডাউনলোড করে রাখতে হবে। এটি
ব্যাকগ্রাউন্ডে আপনার অব্যবহৃত ইন্টারনেট ডেটা শেয়ার করবে এবং এর বিনিময়ে আপনি
টাকা পাবেন। সর্বনিম্ন ২০ ডলার হলে আপনি সেটি পেমেন্ট নিতে পারবেন।
ইনকামঃ প্রতি মাসে ২০ থেকে ৬০ ডলার পর্যন্ত হতে পারে, যা সম্পূর্ণ প্যাসিভ।
লিংকঃ honeygain.com
নোটঃ আপনার যতগুলো ডিভাইস আছে, যেমন ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, সবগুলোতেই অ্যাপটি
ইনস্টল করুন। কোনো বাড়তি কাজ ছাড়াই আপনার ইনকাম কয়েকগুণ বেড়ে যাবে। পেমেন্ট
Cryptocurrency (JumpTask) এর মাধ্যমে নেওয়া যায়, যা বাংলাদেশ থেকে ম্যানেজ করা
খুবই সহজ।
৩. INSTAGC
এটি হলো একটি অনলাইন রিওয়ার্ড প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন অনলাইন
ভিত্তিক কাজ যেমনঃ সার্ভে পূরণ করতে হয়, ভিডিও দেখতে হয়, অনলাইন শপিং করার
মাধ্যমে, অ্যাপ ডাউনলোড করে বা ফ্রী ওয়েবসাইটে সাইন আপ করার মাধ্যমে উক্ত সাইট
থেকে কিছু পয়েন্ট পাবেন এবং সেই পয়েন্টগুলো ডিজিটাল গিফট কার্ড (যেমন Amazon,
PayPal, Bitcoin) বা অন্য পুরস্কারে রূপান্তর করতে পারবেন। এটি মূলত 'বিয়ারমানি'
বা অতিরিক্ত কিছু অর্থ উপার্জনের একটি সহজ উপায়, যেখানে সহজ ও অবসরে বসেই কাজ
করে পয়েন্ট জমা করতে পারেন এবং সেখান থেকে সহজে ইনকাম করতে পারেন। উক্ত সাইটের
নামেই বোঝা যাচ্ছে, এখান থেকে দ্রুত পেমেন্ট পাওয়া যায়। এই প্ল্যাটফর্মটি ২০০৭
সাল থেকে বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে আসছে, তাই এর ওপর ভরসা করা যায়। সুতরাং
আপনিও চাইলে আজ থেকেই শুরু করতে পারেন।
কী করতে হয়ঃ কিছু সার্ভে করা পূরণ করতে হয়, কিছু সময় ছোট বা বড় ভিডিও ক্লিপ দেখতে
হয়, অনলাইন শপিং করা এবং বিভিন্ন ওয়েবসাইটে Trial Offer এর জন্য সাইন-আপ করা। খুব
সহজ কাজ আপনি আপনার ফ্রি সময় বা অবসর সময়কে কাজে লাগিয়ে একটি সুন্দর ইনকামের
মাধ্যমে গড়ে তুলতে পারেন।
ইনকামঃএটি যদি আপনি নিয়মিত কাজ করেন তাহলে প্রতি মাসে ৫০ থেকে ১৫০ ডলার পর্যন্ত
আয় করা সম্ভব।উক্ত সাইটের লিংক নিম্নবর্গের দেওয়া হলোঃ
লিংকঃ instagc.com
এখানকার Trial Offer গুলো ব্যবহার করতে পারেন। অনেক সময় ট্রায়াল পিরিয়ড শেষ হওয়ার
আগেই আপনাকে পেমেন্ট করে দেওয়া হয়। এরাও Cryptocurrency তে পেমেন্ট দেয়, যা
বাংলাদেশিদের জন্য একটি বড় সুবিধা।
মন্তব্যঃ
উপরিউক্ত সাইট গুলো সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর সাইট। এই সাইট থেকে ইনকাম করতে
কোনো রকম স্কিলে প্রয়োজন নেই যে কেউ খুব সহজেই ইনকাম করতে পারে। এবং এই সাইটগুলোর
কোনো রকম ঝুঁকিপূণ্য কারণ নেই। এগুলো মূলত মাইক্রো রিমোর্ট জব। তাই প্রতিমাসে
আপনিও চাইলে ভালো একটি সার্পোট তৈরি করতে সক্ষম হবেন। পরিশেষে এই সাইট গুলো আপনার
কেমন লেগেছে এবং সাইট গুলো সম্পর্কে কিছু জানতে কমেন্ট সেকশানে আপনার মতামত
জানিয়ে রাখুন।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url