বাচ্চাদের জন্য সেরা শিক্ষা মূলক অ্যাপ

আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ও পাঠক বৃন্দদের কে জানায় আসসালামু আলাইকুম। আজকের পোস্ট একটা শিক্ষনীয় বিষয়ে হতে যাচ্ছে আপনারা তার টাইটেল দেখেই হয়তো বুঝছেন। আমরা সকলেই চায় নিজের বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করতে।আর এজন্য ছোট থেকেই তাদের শিক্ষার বিষয়ে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে। এবং শিক্ষনীয় বিষয় বাচ্চাদের জন্য সেরা শিক্ষা মূলক অ্যাপ সম্পর্কে তাদের কে বোঝাতে হবে শেখাতে হবে।
বাচ্চাদের জন্য সেরা শিক্ষা মূলক অ্যাপ
ঘরে বসেই এখন ইন্টারনেট এর মাধ্যমে apps থেকেও শিক্ষনীয় বিষয় সম্পর্কে জানা যায়। আর তাই আজকের এই পোস্টে আমরা বাচ্চাদের জন্য সেরা শিক্ষা মূলক অ্যাপ শিশু শিক্ষা বই,শিশু শিক্ষা পদ্ধতি, শিশু শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানবো।

পোস্টের সূচিপত্রঃ বাচ্চাদের জন্য সেরা শিক্ষা মূলক অ্যাপ

বাচ্চাদের জন্য সেরা শিক্ষা মূলক অ্যাপ

আচ্ছা আমরা কি এখনো শুধু মাত্র স্কুলে বসেই বইয়ের পাতা থেকে পড়াশোনা করবো? যুগ জামান পাল্টেছে। এখন ঘরে বসেই ইন্টারনেট এর মাধ্যমে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ কাজ করা যাচ্ছে। যেমন-ডাক্তার দেখানোর জন্য আগে থেকে সিরিয়াল দেওয়া,,দূরে কোথাও যোগাযোগ করা, প্রয়োজন মতো জিনিস কেনা -বেচা ইত্যাদি কাজ এখন ইন্টারনেট এর সহায়তায় করা সম্ভব হচ্ছে। শিক্ষা দিক্ষা সব কিছুই ঘরে বসে সম্ভব। আর তাই ঘরে বসে পড়াশোনার জন্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ এর কথা জেনে নিবো।

10 minute school ( টেন মিনিট স্কুল)

এই app টিতে রয়েছে ছোটদের জন্য মজার কিছু video. বইয়ের কথাগুলোকে আর্কযণীয় করে তোলার জন্যই এই ভিডিও গুলা করা হয়ছে। এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

Epic (এপিক)

শুধু মাত্র বই থেকে পড়াশোনা করলে হবে না বা বই থেকে পড়ার মাধ্যমে বরিং হয়ে বসে থাকা যাবে না। এখন মোবাইল ইন্টারনেট এর ডিজিটাল যুগ,, ডিজিটাল ডিভাইস। ইচ্ছা করলেই ঘরে বসে এই এপিক অ্যাপস এর মাধ্যমে পড়াশোনা করতে পারি। এখানে এক সাথে অনেক রকমের মজার বই পাওয়া যায় সাথে ভিডিও রয়েছে। যেগুলো থেকে সাধারণ জ্ঞান বাড়াতে পারি। এখানে দশ হাজার এর ও বেশি বই রয়েছে। শিশু দের সুশিক্ষার কথা চিন্তা করেই এই অ্যাপসটি তৈরি করা হয়েছে।

নতুন নতুন ভাষা শিখতে বিভিন্ন অ্যাপ

অনেকেই আছেন যারা শুধু মাত্র বাংলা ভাষা ছাড়া কিছুই জানেন না। কেউ কেউ আবার বাংলা টাও শুদ্ধ করে বলতে পারেন না। 
বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষা ঠিকই কিন্তু বাইরের রাষ্ট্রে অন্যান্য নতুন নতুন ভাষা রয়েছে। এই অ্যাপসটির মাধ্যমে ঘরে বসেই নতুন নতুন ভাষা শেখা সম্ভব।

Quick Math( কুইক ম্যাথ)

কুইক ম্যাথ অ্যাপসটির মাধ্যমে গণিত ও সংখ্যা বিষয়ে জ্ঞান আহরণ করতে পারবে। অনেক জনপ্রিয় একটি অ্যাপ কুইক ম্যাথ।

গান (এবিসি )

শিশু দের নতুন নতুন শব্দ এর সাথে পরিচিত হতে এই apps টি অনেক উপকারী। এখানে গানে তালে কবিতা আবৃতি, ছবি অঙ্কন, ছড়া আবৃতি সহ আর ও অনেক কিছু শেখার আছে।

শিশু শিক্ষা apps

শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে শুধু মাত্র বইয়ের পাতা বা স্কুল কলেজ এর টিচারদের উপর নির্ভর করে বসে থাকা উচিৎ নয়। নিজের বাচ্চাকে ছোট থেকেই এই app গুলোর মাধ্যমে পড়ানো শুরু করলে তারা খুব আনন্দ নিয়ে পড়াশোনা করবে। যেহেতু শিক্ষায় জাতির মেরুদণ্ড। তাই আমরা চেষ্টা করবো শিশুদের সঠিকভাবে শিক্ষা দিতে। উপরোক্ত apps গুলো বাচ্চাদের জন্য সেরা শিক্ষা মূলক অ্যাপ জন্য অনেক উপকারী বলে আমি মনে করি।
  • Kids learning (কিডস লার্নিং)
  • Shishu Shikkha ( শিশু শিক্ষা)
  •  Kindergarten ( কিনডারগার্টেন)
  • Kids all in one ( কিডস অল ইন অন)
  • Bornomala shishu shikkha ( বর্ণমালা শিশু শিক্ষা)
  • শেখা খেলা কিডস
  • বাচ্চাদের জন্য প্রাথমিক শিক্ষা
  • শিশুদের জন্য শিক্ষামূলক গেম
  • বাচ্চাদের গাণিতিক গণিত গেম
  • রংয়ের নাম ইত্যাদি।

শিশু শিক্ষা বই

আমরা শিশুদের সুন্দর ভবিষ্যৎ সাজাতে পারি। যেটা তাদের কে সঠিক ভাবে জ্ঞান আহরোণ এর সুযোগ করে দিবে। সঠিক জ্ঞান সঠিক জায়গায় সঠিক ভাবে প্রয়োগ করতে পারলেও জীবন সুন্দর। এজন্যই আমরা সকলে তাদের সঠিক ভাবে শিক্ষা দেওয়া চেষ্টা করবো। এই বই গুলো থেকে তারা অনেক কিছু শিখতে পারবে। শিশু শিক্ষার অনেকগুলো বই রয়েছে। তার মধ্য থেকে কিছু উল্লেখ যোগ্য বই হলোঃ
  • বর্নমালা বই
  • হাতে খড়ি বই
  • আদর্শ লিপি ও সরল লিপির বর্ণ পরিচয় বই
  • আমার হাত বই
  • বর্ণমালা ফ্ল্যাশ কার্ড বই
  • আমার হাত বই
  • গণিত পাঠ বই
  • শিশুদের আরবী হাতের লেখা বই
  • শিশুর বাংলা শিক্ষা বই
  • শিশু শিক্ষা বই
  • ভালো পড়া বই
  • বাংলা শিক্ষা বই
  •  রংধনুর একের ভিতর সাত বই
  • ইংরেজি বর্ণ মালা শিক্ষা বই
  • ইসলামী বাল্য শিক্ষা বই
  • অভিনব বাংলা ব্যাকরণ ও রচনা শিক্ষা বই
  • ধারা পাত ও অংঙ্ক শিক্ষা বই
  • শিশু মনস্তত্ব ও শিক্ষা বিজ্ঞান বই
  • ব্যতিক্রমি ধর্মী শিশু ও তার শিক্ষা বই
  • শিশু শিক্ষা শিশু বিজ্ঞান ও শিশু অধিকার বই ইত্যাদি।

শিশু শিক্ষা পদ্ধতি

শিশু দের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে সঠিক পদ্ধতি গুলো অবলম্বন করতে হবে। শিক্ষা কে বৈজ্ঞানিক ভাবে সম্পূর্ণ রুপে ব্যখ্যা দেওয়া সম্ভব না। শিক্ষা যে শুধু মাত্র দক্ষতা অর্জনের মধ্যেই সীমা বদ্ধ তা কিন্তু নয়। রীতি, নীতি, মনোভাব ও মন মানসিকতা ও শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পালন করে। শিশুদের সুন্দর ভাবে বেচে থাকার জন্য সামাজিকও মানসিক বিকাশ এর শিক্ষা অনেক প্রয়োজনীয় একটা দিক। 

বিংশ শতাব্দী তে শিশু দের জন্য উপ যুক্ত শিক্ষার পদ্ধতি নির্বাচন করতে ব্যাপক সাড়া পড়ে। শিশু মনো-বিদরা প্রচুর পরিমাণে গবেষনা চালিয়ে দেখেন কিভাবে একটা শিশুকে শিক্ষা দিলে অধিকতর ফল প্রসূ হতে পারে। আমরা ইতিহাস পর্যবেক্ষণ করলে জানতে পারি যে শিক্ষা জগৎ এ যুগান্ত কারী মনীষীদের ভাব ধারা কেমন ছিলো? এবং পরিচিত হইতে পারি তাদের শিক্ষা নীতির সাথে, অবগত হইতে পারি শিক্ষা প্রণালীর সম্পর্কেও। 
সর্বপ্রথম শিশুদের শিক্ষায় যিনি শিশু কে অগ্রাধিকার দিয়ে ছিলেন তিনি হলেনJean jacques rousseau( জীন জাকস রুসশিও) এরপর থেকে শিশুদের শিক্ষা দীক্ষা নিয়ে প্রচলন শুরু হয়ে যায়। কিভাবে সঠিক পদ্ধতিতে এক জন শিশু কে শিক্ষিত করা যায়। শিশুর সঠিক একটি শিক্ষা জাতীর কাছে উজ্জ্বল ভবিষ্যৎ সমতূল্য।

শিশু শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা

একটা শিশুর ভবিষ্যৎ তৈরিতে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম । আর এই কারণে দুনিয়ার সব দেশ এ প্রাথমিক পর্যায়ের শিক্ষা কে সব নাগরিক এর মৌলিক অধি কার ধরা হয়। প্রত্যেকটা শিশুর শিখ তে চাওয়া যে প্রবণতা, চারিত্রিক যে গঠন, অনেক প্রকার এর মৌলিক শিক্ষাকে সাধারণত প্রাথমিক ভাবে শেখানো হয়। যেই টা তাদের ভবিষ্যৎ জীবন এর উন্নয়ন এর চাবি কাঠি হয়ে দাড়ায়। 

প্রাথমিক পর্যায়ে একটি শিশু কে লিখতে ও পড়তে শেখানো হয়। নৈতিকতা, সহমর্মিতা, সামাজিকতা, পরষ্পরের সাথে যোগাযোগ এই সব গুন এর চর্চা এবং পরিচয় হয়ে থাকে প্রাথমিক শিক্ষার অঙ্গনে। শিশুদের শিক্ষার গুরুত্ব তারা নিজেরাই বুঝতে পারবে একজন শিক্ষক এর শিখানোর মাধ্যম বা অভিজ্ঞতার ভিত্তিতে। এটা হবে তাদের নৈতিক শিক্ষা। 
একটি শিশু যখন বিদ্যলায়ে যায় তখন সে সামাজিকতা সম্পর্কে মহান পাঠটিও শিখে ফেলছে। পড়াশোনার অভ্যাস একটি ভালো অভ্যাস। শিক্ষা জীবনের গুরুত্বতা বিশ্লেষণ করে কাউকে বোঝানো যাবে। শিশুরা যখন বুঝতে শিখবে,, পড়াশোনার ব্যাপারে জানবে তখন পড়াশোনার গুরুত্ব এবং প্রয়োজন কতটুকু তা তারা নিজেরাই রিয়েলাইজ করবে।

লেখকের শেষ মন্তব্য

বাচ্চদের পড়াশোনার জন্য কোন পদ্ধতি সঠিক কিভাবে কোন বই তাদের পড়াতে হবে বা পড়াশোনা বিষয়ের গুরুত্বতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা উপরেই সবটা জানলাম। আমি মনে করি শিশুদের কে সুশিক্ষায় শিক্ষিত করতে প্রথম অবদান তার পিতা মাতায় রাখে। তাই শিশুরা যখন থেকে বুঝতে শিখতে তখন থেকে তাদের কে সঠিক পদ্ধতিতে সঠিক শিক্ষাটা দিন। শিশুদের জন্য বই আছে অনেক apps রয়েছে যেটা থেকে তারা আনন্দের মধ্যেই পড়াশোনা করতে পারবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
AB AKASH
AB AKASH
AB AKASH is a skilled Digital Marketing and Content Writing Expert specializing in driving organic growth through Blog SEO and strategic content creation. With a proven ability to translate complex ideas into compelling, high-ranking web content, AB AKASH helps businesses significantly boost their online visibility and engagement. Currently completing his Honours 4th Year in the Department of English at Rajshahi New Government Degree College.thank you.