জানালার থাই গ্লাসের দাম কত 2025 - থাই গ্লাসের জানালার ডিজাইন জেনে নিন

বর্তমান জামানায় কিন্তু এখন মানুষ নিজের সাজসজ্জার কথা ভুলে গিয়ে নিজের ঘরবাড়ি সাজানোর কাজকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। অনেক সময় ঘরবাড়ি সাজ-সজ্জায় কিন্তু মানুষের পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিচয় বহন করে থাকে। তাই ঘরবাড়ি সাজাতে ঘরের জানালার থাই গ্লাসের দাম কত 2025 গ্লাস ব্যবহার কিন্তু ঘরের সৌন্দর্যকে অন্যরকম ভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে।
জানালার থাই গ্লাসের দাম কত 2025
বর্তমানে জিনিসের দাম বৃদ্ধি হওয়ার কারণে আমরা অনেকেই এই জানালা থাই গ্লাসগুলোর ব্যাপারে জানিনা। তো যারা জানেনা তাদের জন্য আজকের এই পোস্টটি অনেক বেশি উপকারে আসবে। আগে থেকে থাই গ্লাসের দাম সম্পর্কে জানা থাকলে আপনি কিন্তু দোকানে গিয়ে নির্দ্বিধায় যাচাই করে জিনিসটি ক্রয় করতে পারবেন। তো চলুন জানালার থাই গ্লাসের দাম কত 2025 শুরু করা যাক বিস্তারিতভাবে আজকের আলোচনার মূল বিষয়বস্তুগুলো সম্পর্কে।

পোষ্টের সূচিপত্রঃ জানালার থাই গ্লাসের দাম কত 2025 - থাই গ্লাসের জানালার ডিজাইন

জানালার থাই গ্লাসের দাম কত ২০২৫

ঘরবাড়ি আর সাজাতে মানুষ এখন এতটাই ব্যস্ত যে তারা নিজেদের সাজসাজ্জার কথা ভুলেই গিয়েছে। মানুষের নিজের বাহ্যিক সৌন্দর্য থেকে ঘরবাড়ি সৌন্দর্য ফুটিয়ে তুলতে এখন বেশি পছন্দ করে। ঘর বাড়ির সৌন্দর্যই যেন তাদের কাছে সবকিছু। তাই এখন মানুষ জানালায় থাই গ্লাস ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে। জানালায় থাই গ্লাস ব্যবহার করলে ঘরের সৌন্দর্যটা অন্যরকম ভাবে ফুটে উঠে। বর্তমানে জিনিসের যে পরিমাণে দাম বেড়েছে তাতে সুন্দর জিনিসের সুন্দর দাম হবে এটাই স্বাভাবিক।

তবে আগে দাম ছিল প্রতি স্কয়ার ফিটে ৪৫০ টাকা করে কিন্তু এখন বর্তমানে দাম আরো একটু বেড়ে গিয়েছে। প্রতি স্কয়ার ফিটে এখন 50 থেকে 70 টাকার মতো বেড়ে গিয়েছে। এখন জানালার থাই গ্লাসের দাম কত 2025 এ এসে থাই গ্লাসের ৫ থেকে ৬ ফিটের দাম পড়বে 6000 থেকে 7000 টাকার মত। তবে থাই গ্লাসের মান অনুযায়ী ও কিন্তু দাম কম বেশি হতে পারে। যত ভালো জিনিস নিবেন তত ভালো দামও বাড়বে।

বাংলাদেশে কিন্তু আমি কিন্তু আরো অনেক উন্নত ব্রান্ডের থাই গ্লাস রয়েছে। যেগুলো এক এক জায়গায় একেক রকমের দাম ধরে থাকে। বর্তমানে ২০২৫ এ কিন্তু জিনিসের দাম অনেকখানি বেড়ে গিয়েছে আর সেক্ষেত্রে ব্রান্ড থাকলে সেগুলার দাম বাড়বে না এটা তো হতেই পারে না। তাই আগে যে দামগুলো ছিল তার থেকে প্রতি স্কয়ার ফিটে ৫০-৬০ টাকা করে বৃদ্ধি পেয়ে এখন দামটা একটু বেশি হয়েছে।

৫ মিলি গ্লাসের দাম

৫মিলে গ্লাসের দাম সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন না। আবার অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। বাসা বাড়ি সাজাতে আমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ৫ মিলি, ৮ মিলি বা ১০ মিলি ব্যবহার করা হয়। তো সে ক্ষেত্রে ৫ মিলি গ্লাসের দাম সম্পর্কে আপনাদের অবশ্যই জানতে হবে। দাম সম্পর্কে যদি আপনি আগে থেকে জেনে রাখেন তাহলে কিন্তু জিনিস ক্রয় করার সময় আপনাকে আর কোন ঝামেলায় পড়তে হবে না।

আগে ৫ মিলি প্রত্যেক স্কয়ার ফিটের দাম ছিল ২০০ থেকে ২৫০ টাকার মতো। কিন্তু এখন বর্তমানে দামটা বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে এসে পাঁচ মিলি প্রতি স্কয়ার ফিটের দাম হয়েছে 300 থেকে 350 টাকার মতো। তবে দাম কিন্তু সব জায়গায় একই রকম থাকবে এমনটাও না। জায়গা ভেদে কিন্তু দাম কম বেশি হতে পারে। জিনিস একই রকম ডুপ্লিকেট জিনিসও আছে। যেগুলোর দাম এ থেকে কম হতে পারে। তবে আপনাদের কে সেটি যাচাই-বাছাই করে তারপর হচ্ছে ক্রয় করতে হবে। 
ভালো জিনিসের সব সময় দামটা একটু বেশি হয়। তবে আপনাদেরকে সেটি আগে দেখতে হবে তারপর যেয়ে যাচাই করে জিনিসটি নিতে হবে। যদি আপনার আগে থেকে এই দাম গুলো সম্পর্কে আইডিয়া থাকে তাহলে স্থান ভেদে দামের পরিবর্তন হলেও কিন্তু আপনি যাচাই করে ভালো জিনিসটি কম টাকার ভিতরে কিনতে পারবেন। বাসা বাড়িতে এই থাই গ্লাসগুলো লাগালে কিন্তু বাসা বাড়ির সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়। এজন্যই কিন্তু প্রত্যেকটা মানুষ ছাড়া বাড়ির সৌন্দর্য বাড়াতে চায় তারা কিন্তু থাই গ্লাস ব্যবহার করে থাকে।

৮ মিলি গ্লাসের দাম

যারা বাসা বাড়ি সাজাতে অনেক বেশি পছন্দ করেন এবং নিজের বাসা বাড়ি কে মনের মতো করে সাজিয়ে তুলতে চান তাদের জন্য আজকে পোস্টটি অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। আজকের বাজারে কিন্তু এখন বর্তমানে জিনিসের নাম অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা বাসা বাড়ি সাজানোর কাজে যদি থাই গ্লাস ব্যবহার করতে চান তাহলে কিন্তু দাম নিয়ে ভাবনা চলবে না। কারণ বাসা বাড়ির ক্ষেত্রে কিন্তু যে থাই গ্লাস গুলো ব্যবহার করা হয় সেগুলো একটু উন্নত মানের নিতে হয়। বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে থাকে এই উন্নত মানের থাই গ্লাসগুলো। 

বাসা বাড়িতে যদি থাই গ্লাস দেওয়া থাকে তাহলে কিন্তু বাহির থেকে কোন অনিরাপদ জিনিস ভিতরে যেতে পারেনা বা ভিতর থেকে কোন কিছু বাহিরে আসতে পারে না। সে ক্ষেত্রে কিন্তু এটা আপনাদের জন্য এক ধরনের প্রটেক্ট বলতে পারেন। এই উন্নত মানের থাই গ্লাসগুলো যদি আপনাদের বাসা বাড়িতে ব্যবহার করে থাকেন তাহলে আপনারা নিরাপদে নিশ্চিন্তে থাকতে পারবেন। 

বাসা আপনার বাড়ি সাজাতে যে থাই গ্লাসগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো মূলত ৫ বা ৮ মিলির হয়ে থাকে। এই ৮ মিলি গ্লাসের দাম পড়তে পারে ২৭০ থেকে সাড়ে ৩০০ বা ৪০০ টাকার মত কারণ এখন বর্তমান বাজারে দাম জিনিসের সাথে সাথে সবকিছুই দাম বৃদ্ধি পাচ্ছে। তাই থাই গ্লাসগুলো যেহেতু একটু দামি হয়ে থাকে এগুলোর দাম আরো একটু বাড়বে এটাই স্বাভাবিক। তবে এই ৮ মিলি থাই গ্লাস গুলো কিন্তু অনেক ভালো এগুলো বাড়ির জানালা বা দরজায় লাগালে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির অনেক গুনে বৃদ্ধি করে তুলে।

১০ মিলি গ্লাসের দাম

ঘর বাড়ি প্রটেকশনের জন্য কিন্তু থাই গ্লাসগুলো অনেক বেশি ব্যবহার করা হয়। আর এটি কিন্তু আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। তাই এই থাই গ্লাসগুলো সম্পর্কে আপনাদের কে বেসিক ধারণা হলো রাখতে হবে। যদি আপনি আপনার ঘর সাজাতে চান থাই গ্লাস দিয়ে তাহলে অবশ্যই আগে এই সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের কিন্তু পাঁচ মিলি, আট মিলি, দশ মিলি থাই গ্লাস গুলো ব্যবহার করা হয় বাসাবাড়ি সাজানোর জন্য। 

তবে পাঁচ আর আট মিনিট থেকে কিন্তু ১০ মিনিট থাকলে অনেক বেশি শক্তিশালী। এই থাই গ্লাসের কাচ গুলো এত শক্তিশালী যে সেটিকে ভেদ করে কোন কিছু ভিতরে প্রবেশ করতে পারে না বা এগুলো সহজে ভাঙা সম্ভব না। ১০ মিলি থাই গ্লাসের দাম আগে ছিল ৩০০ থেকে ৩৫০ এর মধ্যে আর এখন বর্তমানে যে দাম বৃদ্ধি পেয়ে হয়েছে প্রত্যেকে স্কয়ার ফিটে ৩৬০ থেকে ৪৬০ টাকা পর্যন্ত। থাই গ্লাসগুলো যতটা শক্তিশালী ততটাই মজবুত তাই এটিকে কোন ভাবে ভেদ করা সম্ভব হয় না। বাসা বাড়ির জন্য এই দশ মিনিট থাই গ্লাসগুলো অনেক ভালো। এটি বাড়ি প্রটেকশন এর সাথে সাথে সৌন্দর্য বাড়িয়ে তুলে।

নাসির থাই গ্লাসের দাম

বাংলাদেশের কিন্তু বিভিন্ন ধরনের থাই গ্লাসের ব্রান্ড রয়েছে। আপনারা যদি নাসির ব্র্যান্ড সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আজকের পোস্টটি মনোযোগ দিয়ে পড়বেন। বাংলাদেশে থাই গ্লাসের যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু কোন কোন ব্র্যান্ডের থাই গ্লাসের দাম একটু বেশি আবার কোন কোন জায়গায় ব্রান্ডের থাই গ্লাসের দাম একটু কম। তাই আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আপনি কোন ব্রান্ডের থাই গ্লাসটি নিতে চাচ্ছেন। আর সেই ব্র্যান্ড অনুযায়ী কিন্তু আপনার দাম ধরা হবে। 

ব্রান্ডের জিনিসের দাম একটু বেশি হলেও কিন্তু আপনি সতর্কতার সাথে নিতে পারবেন যদি আগে থেকে আপনার দাম সম্পর্কে কোন ধারণা থাকে তাহলে। নাসির আর কোম্পানির থাই গ্লাসের ব্রান্ডের দাম পড়তে পারে প্রতি স্কয়ার ফিটে ৮৭০ থেকে ৫৯০ টাকার মতো তবে দাম কিন্তু জায়গা বুঝে পরিবর্তন হতে পারে। আপনার এক এক জায়গায় এক এক ধরনের দাম হয়ে থাকে। বাংলাদেশ ব্যাপি কিন্তু এই নাসির থাই গ্লাসের ব্রান্ড টির নাম অনেক বেশি পরিচিত আর এটি মানে ভালো। 
এই নাসির থাই গ্লাস উন্নত ব্র্যান্ডের একটি থাই গ্লাস। এই কারণেই কিন্তু সকল মানুষ এটিকে অনেক বেশি পছন্দ করে। নিজেদের বাসা বাড়ি সাজাতে কিন্তু এই থাই গ্লাসগুলো তারা স্বাচ্ছন্দের সাথে নিয়ে যাই। পরিচিত ব্রান্ডের জিনিস নিতে তারা দ্বিধাবোধ করে না কারণ নাসির গ্লাসের ব্রান্ড টি অনেক দিন যাবত মার্কেটপ্লেস গুলোতে অনেক বেশি পরিচিত।

পরিচিত ব্রান্ডের দাম আপনারা যদি আগে থেকে না জানেন তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো। এই জন্যই কিন্তু আপনাদের আগে থেকে দাম সম্পর্কে জানতে হবে কোম্পানির ব্র্যান্ড সম্পর্কে জানতে হবে তারপর কিন্তু আপনারা নিজেদের বাসা বাড়ি সাজাতে নিশ্চিন্তে জিনিসটি নিতে পারবেন।

থাই গ্লাসের জানালার ডিজাইন

জানালায় থাই গ্লাস ব্যবহার করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আর থাই গ্লাসের ডিজাইন বিভিন্ন ধরনের রয়েছে আপনি কি ধরনের ডিজাইন নিতে চান বা কেমন ধরনের হলে আপনার ঘরের সাথে মানাবে, আপনার জানালায় দেখতে ভালো লাগবে। থাই গ্লাসের জানালার ডিজাইন সেগুলো সবকিছু আপনি আগে নির্ধারণ করবেন তারপর যে ডিজাইন আপনার পছন্দ হয় সেই ডিজাইন পছন্দ করে আপনি আপনার জানালায় ফিট করে নিতে পারবেন। 

বাংলাদেশের মার্কেটপ্লেস থাই গ্লাসের জানালার ডিজাইন গুলোতে কিন্তু থাই গ্লাসের জানালার বিভিন্ন ডিজাইন রয়েছে আপনারা সেখান থেকে মন মতো পছন্দ করে নিতে পারেন। বাড়ির জানালায় থাই গ্লাস ফিট করার জন্য কিন্তু আপনারা পাঁচ ফিটের থাই গ্লাস টি ব্যবহার করতে পারেন। এটি আর সবদিক থেকে একদম পারফেক্ট আপনার ঘরের জন্য। ঘাড় সাজাতে মানুষ এখন কত কিছুই না করে আর থাই গ্লাস হচ্ছে অপরিহার্য ব্যবহারের মধ্যে একটি। 

আপনারা চাইলে মার্কেটপ্লেসগুলোতে যেয়ে ডিজাইন দেখতে পারেন অথবা অনলাইনে ডিজাইনগুলো দেখে নিতে পারেন। এরপর নিজের পছন্দমত ডিজাইন আপনারা দোকানে যেয়ে বলতে পারবেন এবং সেই ডিজাইনের জিনিসটি নিয়ে আপনারা আপনাদের ঘরবাড়ি সাজ-সজ্জার কাজে ব্যবহৃত করতে পারবেন।

থাই এলুমিনিয়াম জানালার দাম

বাংলাদেশে কিন্তু এখন অ্যালুমিনিয়ামের জিনিস অনেক বেশি জনপ্রিয়। মানুষ দিনে দিনে কাঠের ব্যবহার কমিয়ে দিচ্ছে এবং অ্যালুমিনিয়ামের জিনিসের ব্যবহার বাড়িয়ে দিচ্ছে। অ্যালুমিনিয়ামের জিনিস গুলা দেখতে যেমন সুন্দর আর ডিজাইন করা থাকে তেমনি কিন্তু জিনিসগুলো অনেক বেশি টেকসই হয়। কাঠের জিনিসগুলা দেখা যায় যে কিছুদিন পর সেটি নষ্ট হয়ে যায় আবার কাঠের জিনিসের দাম অনেক। এজন্য সাশ্রয়ী এর ভিতরে অ্যালুমিনিয়াম ভালো ডিজাইন আর উন্নত মানের। এজন্য অ্যালুমিনিয়ামের জিনিসগুলা সবাই অনেক বেশি পছন্দ করে। 

অ্যালুমিনিয়ামের জিনিসের দাম খুব বেশি না তবে বর্তমানে জানালার থাই গ্লাসের দাম কত 2025 প্রতি স্কয়ার ফিটে ৫০ ৬০ টাকা করে বৃদ্ধি পেতে পারে। আপনারা যদি গ্লাস সহ নিতে চান তাহলে প্রত্যেক স্কয়ার ফিটে ২৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে পড়বে। এভাবে দাম যে সব জায়গায় একই রকম তা নয়। আপনার জায়গা অনুযায়ীর দাম কিন্তু কমবেশিও হতে পারে। তাই অ্যালুমিনিয়ামের জিনিস গুলা অনেক বেশি টেকসই হওয়ার কারণে মানুষের চাহিদা এতে দিনে দিনে অনেক বেশি বাড়ছে। 
এখন প্রত্যেকটা মানুষই এলুমিনিয়ামের জিনিসগুলো ব্যবহার করতেছে। তাদের বাসা বাড়ির জন্য বা অন্যান্য বিভিন্ন কাজের ক্ষেত্রে তারা কিন্তু এই অ্যালুমিনিয়াম ব্যবহার করছে। অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসগুলো ডিজাইনও কিন্তু অনেক বেশি সুন্দর। কাঠের জিনিসের ডিজাইন ও সুন্দর তবে অ্যালুমিনিয়ামের জিনিস গুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় এখন বেশি ব্যবহৃত হচ্ছে।

বাংলাদেশে থাই গ্লাসের দাম

বাংলাদেশে এখন থাই গ্লাস গুলো এতটাই জনপ্রিয় হয়েছে যে প্রত্যেকটা অফিস, আদালত বা বাসা বাড়িতে এই থাই গ্লাসগুলো ব্যবহার করা হচ্ছে। তারা স্বাচ্ছন্দের সাথে ইউজ করতেছে। থাই গ্লাস ব্যবহারে আপনি অনেক দিক থেকে নিরাপদে বাসার ভিতরে থাকতে পারতেছেন বাহির থেকে কোন অনিরাপদ জিনিস বা আপনাদের ক্ষতি করতে পারে বা এরকম কোন কিছু ভিতরে যেতে পারবে না। এমন কি তাপমাত্রা পর্যন্ত কিন্তু আপনাদের বাসার ভিতরে প্রবেশ করতে পারবে না এই থাই গ্লাস ব্যবহার করার ফলে। এই থাই গ্লাসগুলো অনেক বেশি উন্নত আর শক্তিশালী। 

শক্ত কাচ দ্বারা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। তাই এগুলো দিয়ে কোন কিছু ভেতরে প্রবেশ করতে পারবে না বা ভিতর থেকে কোন কিছু বাইরে আসতে পারবে না। এটি অনেক সহজে খোলা বা লাগানো যাই। এটি কিন্তু শুধুমাত্র অফিস আদালতের প্রটেক্টি করে না, এটি অফিস আদালতের সৌন্দর্য গুলোকে অনেক বাড়িয়ে দেয়। বাংলাদেশে এমনই বেশ কিছু ব্রান্ডের থাই গ্লাস রয়েছে যারা যেগুলো অনেক উন্নত ও শক্তিশালি। নিচে জানালার থাই গ্লাসের দাম কত 2025 সালে কিছু থাই গ্লাসের ব্রান্ডের নাম এবং দাম উল্লেখ করা হলোঃ
  • 1. KAI thai glass এটি একটি ভালো ব্রান্ডের থাই গ্লাস। যেটির পাঁচ ফিটের দাম পড়বে ৬৫০০ থেকে ৭০০০ এর মতো। এই কাই থাই গ্লাসটি কিন্তু মানে ভালো উন্নত ব্রান্ডের।
  • 2. Nasir brand Thai glass এটি উন্নত মানের ব্রান্ড। এটি ৫ ফিটের দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা। প্রতি স্কয়ার ফিটের দাম পড়বে ৫৭০ থেকে ৫৯০ টাকার মতো। সেই হিসাবে ৫ ফিট থাই গ্লাসের দাম পড়তে পারে ৬ হাজার ৫০০ টাকার মতো। তবে এর দাম কিন্তু জায়গার হিসেবে পরিবর্তন হতে পারে।
  • নাসির ব্রান্ডের থাই গ্লাস কিন্তু অনেক বেশি পরিচিত একটি ব্রান্ড। এই ব্র্যান্ডের জিনিস অনেক বেশি টেকসই মজবুত এবং প্রত্যেকটা মানুষ এই জিনিসটি অনেক ব্যবহার করে থাকে। ঘরে সাজ সজ্জার জন্য এই ব্রান্ডের থাই গ্লাস গুলো অনেক ভালো।

লেখক এর শেষ মন্তব্য

উপরে আমরা থাই গ্লাস সম্পর্কিত অনেক অজানা তথ্য জানলাম। আগেকার দিনের তুলনায় বর্তমানে জানালার থাই গ্লাসের দাম কত 2025 এ কিন্তু জিনিসপত্রের দামের সাথে এই থাই গ্লাস বা অন্যান্য জিনিসগুলোর দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাই আমাদের সকলের উচিত বর্তমানে 2025 এর জিনিসের দাম সম্পর্কে কমবেশি ধারণা রাখা। আজকের পোস্টটি যদি আপনি পুরোটা পড়ে থাকেন তাহলে আপনার থাই গ্লাসের দাম সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে এসেছে। এই তথ্যগুলো জানার পর যদি আপনারা থাই গ্লাস কিনতে চান তাহলে কিন্তু যাচাই-বাছাই করতে আপনাদের আর কোন সমস্যায় পড়তে হবে না। অনেক সময় দেখা যায় যে এক টাকা দাম হলে ১০ টাকা বেশি নিয়ে নেই। সে ক্ষেত্রে কিন্তু এই পোস্টটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
AB AKASH
AB AKASH
AB AKASH is a skilled Digital Marketing and Content Writing Expert specializing in driving organic growth through Blog SEO and strategic content creation. With a proven ability to translate complex ideas into compelling, high-ranking web content, AB AKASH helps businesses significantly boost their online visibility and engagement. Currently completing his Honours 4th Year in the Department of English at Rajshahi New Government Degree College.thank you.