কোন মোবাইল সবচেয়ে ভালো ক্যামেরা - কোন ব্র্যান্ডের ফোনের ক্যামেরা ভালো
সাধারণত ফটো তুলতে আমরা কম বেশি সকলে ভালোবাসি। বিশেষ কোন জায়গায় গেলে বা
সুন্দর করে সাজুগুজু করলে ফটো আমাদের তুলতেই হয়। আর সে ক্ষেত্রে কিন্তু ভালো
ক্যামেরা থাকাটা অনেক বেশি জরুরী। তাই আমরা আজ কোন মোবাইল সবচেয়ে ভালো ক্যামেরা সম্পর্কে জানবো ।
আর তাই মোবাইলের ক্যামেরা সম্পর্কিত বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই
টিপস গুলো যদি আপনার আগে থেকে জানা থাকে তাহলে মোবাইলে ক্যামেরা নিয়ে আর কোন
ঝামেলায় পোহাতে হবে না। তো চলুন আজকে কোন মোবাইল সবচেয়ে ভালো ক্যামেরা সম্পর্কিত বিষয়ে আলোচনা
শুরু করা যাক ।
পোস্টের সূচিপত্রঃ কোন মোবাইল সবচেয়ে ভালো ক্যামেরা - কোন ব্র্যান্ডের ফোনের ক্যামেরা ভালো
কোন মোবাইল সবচেয়ে ভালো ক্যামেরা
সুন্দর করে ছবি তুলতে তো আমরা সবাই চাই আর সেই সুন্দর ছবি তোলার জন্য সুন্দর
কোয়ালিটি ফুল ক্যামেরার প্রয়োজন হয়। তবে কিছু কিছু ফোনের ক্যামেরা খুব ই খারাপ।
ছবি উঠানোর জন্য ভালো ফোনের ও প্রয়োজন হয়। তাই আমাদের দরকার স্ট্যান্ডার্ড
কোয়ালিটি সম্পন্ন ফোন। এর কোন মোবাইল সবচেয়ে ভালো ক্যামেরা মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু ফোন হলোঃ
- google pixel8 pro.
- Samsung Galaxy S 24 Ultra.
- Google pixel 8A, oneplus 12.
- iPhone 15 Pro Max.
- iPhone 16 Pro Max.
- Sony Xperia 1V.
- redmi, realme.
- Google pixel 8 Pro তে রয়েছে 50 megapixel এর একটা ক্যামেরা, একটা টেলি ফটো লেইন 48 megapixel এর, optical zoom 5x, Ultra wide sensor 48 megapixel.
- Samsung Galaxy s24 Ultra তে রয়েছে 4 camera lens, টেলিফটো lens 10 megapixel, প্রধান camera lens 200 megapixel, Periscope lens 50 megapixel, Ultra wide lens 12 megapixel.
- oneplus 12 তে রয়েছে একটি Wide Angle lens 50 megapixel and 1.6 aperture, 70 millimetre focus lens, টেলিফটো lens 64 megapixel 3x,, Ultra wide lens 48 megapixel.
- iPhone 16 Pro Max এ রয়েছে Periscope lens 12 megapixel ,, zoom 5x, Ultra wide lens 12 megapixel.
২০০০০ টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন
আমরা যখন কোন ফোন কিনতে কিনতে যাই তখন প্রথমেই তার ক্যামেরাটা কেমন সেটার
কোয়ালিটি দেখে আমাদের বাজেটটা নির্ধারণ করে তারপরে আমরা ফোনটা কিনে থাকি। তবে
অনেক সময় দেখা যায় যে আমাদের বাজেটের ভিতর ভালো ক্যামেরা ওয়ালা ফোন পাওয়া
যায় না। তো আমরা আজকে এমন কিছু ফোন সম্পর্কিত তথ্য জানবো।
যেগুলো আমাদের আগে থেকে জানা থাকলে ফোন কিনতে গিয়ে ক্যামেরা কেমন হবে বা আমাদের
বাজেটটা কি রকম থাকলে ভালো একটা ভালো ক্যামেরা ওয়ালা ফোন নিতে পারব সেই সব নিয়ে
ঝামেলায় পড়তে হবে না। ২০ হাজার টাকার মধ্যে কিন্তু অনেক ব্র্যান্ডেরই ভালো
কোয়ালিটি সম্পূর্ণ ক্যামেরাওয়ালা ফোন কিনতে পাওয়া যায়। ২০০০০ টাকায় কোন মোবাইল সবচেয়ে ভালো ক্যামেরা সেগুলোর মধ্যে
রয়েছেঃ
- Samsung Galaxy A 15 5G.
- Samsung a05.
- realme narjjo N 55.
- Vivo y28.
- realme C 65.
- realme narzo 70 pro 5G.
- oneplus nord CE 3.
- redmi Note 13 5G .
- techno Pova 6 Pro 5G.
- Oppo A 57.
- realme C 53.
- tecno spark 10 C.
- infinix hot 12 play.
- Oppo A 77 .
এছাড়াও কিন্তু আরো অনেক ব্র্যান্ডের কোম্পানি আছে যেগুলা ২০ হাজারের ভিতরেই ভালো
কোয়ালিটির ক্যামেরা সম্পন্ন হয়ে থাকে। এই ফোনগুলোর র্যাম, রোম লেন্স,
মেগাপিক্সেল সবকিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো কোয়ালিটিফুল। আশা করি এই ফোন গুলো
দিয়ে আপনি যদি কোন ছবি উঠাতে চান তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন।
কোন ব্র্যান্ডের ফোনের ক্যামেরা ভালো
ব্র্যান্ডের ফোন মানেই কিন্তু ভালো ক্যামেরা আর এইরকম বেশ কিছু ব্রান্ড আছে যেই
ফোনগুলো ক্যামেরা অনেক সুন্দর। কোন মোবাইল সবচেয়ে ভালো ক্যামেরা ব্রান্ডের ফোনগুলো হলো
- Sony Xperia 1V.
- Techno Pova 6 Pro 5G.
- Oppo A 57.
- realme C 53.
- tecno spark 10 C.
- infinix hot 12 play.
- Oppo A 77.
- google pixel8 pro.
- Samsung Galaxy S 24 Ultra.
- Google pixel 8A.
- oneplus 12.
- iPhone 15 Pro Max.
- iPhone 16 Pro Max.
- Samsung Galaxy A 15 5G.
- Samsung a05.
- realme narjjo N 55.
- Vivo y28.
- realme C 65.
- realme narzo 70 pro 5G.
ইত্যাদি উপরোক্ত সব ব্রান্ডের ক্যামেরাতেই zooming Ultra wide lens , pariscope
lens, টেলিফটো লেন্স, full HD, Ram- Rom ইত্যাদি সবকিছুই রয়েছে। ব্রান্ডের ফোনের
ক্যামেরা গুলো সত্যিই অসাধারণ হয়ে থাকে। এইটাতে আপনি যে কোন ফটোকে সুন্দর করে
সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন।
আরো পড়ুনঃবিভিন্ন দেশের আজকের টাকার রেট কত
সাজুগুজু না করেও কিন্তু ভালো মানের ছবি উঠাতে পারবেন। এই ব্র্যান্ডের ফোনের
ক্যামেরাগুলো আল্ট্রা ওয়াইড লেন্স যুক্ত হওয়ার কারণে এটা কে আপনি জুম করে
ইচ্ছামত ছবি উঠাতে পারবেন।
কম বাজেটে ভালো ক্যামেরা ফোন
ভালো ক্যামেরা ফোন নিতে গেলে যে বাজেটটা ও সেরকম ভালো মানের হতে হবে এমন কোন কথা
নাই। আপনি কম বাজেটে ও ভালো ক্যামেরা ওয়ালা ফোন নিতে পারেন। আর আজকে আমি আপনাদের
সাথে এমন কিছু টিপস শেয়ার করব যেখানে খুব সহজেই কম বাজেটে ভালো ক্যামেরা ওয়ালা
ফোন নিতে পারবেন।
- 1. Samsung Galaxy S 22 এতে আছে একটা প্রধান ক্যামেরা যেটি 50 Mp, angle camera 12 MP, Telephoto camera 10 MP, zooming lens 3x. ফটো তোলার জন্য পাম বাজেটে ভালো ক্যামেরা ওয়ালা ফোনের মধ্যে একটি।
- 2. Samsung Galaxy A54 5G এতে আছে একটা প্রধান ক্যামেরা যেটি 50 MP, Ultra wide angle camera 12 MP, Macro camera 5 MP, Front Facing camera 32 MP ইত্যাদি। এটি ট্রিপল ক্যামেরা যুক্ত ফ্ল্যাগশিপ মডেলের মিডরেঞ্জ ফোন। কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরা ওয়ালা ফোনের মধ্যে অন্যতম।
- 3. Google Pixel 7 A এতে আছে একটি Wide Angle camera 64 MP, Ultra wide angle camera 13 MP, updated selfie camera 13 MP, zooming camera lens 2X, 4K video recorder ইত্যাদি। কম বাজেটের মধ্যে উন্নত ফটোগ্রাফির জন্য এই মডেলের ফোনটি বেস্ট ভূমিকা পালন করে।
আরো পড়ুনঃঅনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- 4. Samsung Galaxy S 24 Ultra এতে আছে একটা প্রধান ক্যামেরা 200 MP, Telephoto lens 10 MP, 4 camera lens, Periscope lens 50 MP, Ultra wide lens 12 MP ইত্যাদি। কম বাজেটের মধ্যে এটিও একটি ভালো ক্যামেরা ফোন।
- বাজেটের মধ্যে ভালো ক্যামেরা ফোন নিতে গেলে আপনারা এই ব্যান্ডের ফোনগুলো নিতে পারেন। এগুলো ফটোগ্রাফিং এর জন্য উন্নত মানের ফোন।
ভালো ক্যামেরা ফোন চেনার উপায়
ভালো ক্যামেরা ফোন চেনার জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে ফলো করতে
হবে। যেমন ধরেন সেন্সর, পিক্সেল, কৃত্রিম বুদ্ধিমত্তা, জুম, মেগাপিক্সেল ইত্যাদি
জিনিসগুলো আপনাদেরকে ভালো করে চেক করে নিতে হবে।
- সেন্সরঃ কতটুকু লাইট প্রোভাইড করতে পারবে এবং তার সাইজ কেমন সেটা দেখতে হবে।
- পিক্সেলঃ অন্ধকারে স্পষ্ট ছবি তুলতে পিক্সেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- কৃত্রিম বুদ্ধিমত্তাঃ যে ফোনের ক্যামেরা কৃত্রিম বুদ্ধিমতা সম্পন্ন সেই ক্যামেরা গুলো পরিস্থিতি বুঝে অটোমেটিক ছবি তুলতে শুরু করে।
- মেগাপিক্সেলঃ একটি ছবি সাইজ ঠিক করে ছবিকে স্পষ্ট ও সুন্দর করে তোলে।
- এছাড়াও আরো বেশ কয়েকটি কারণ পর্যবেক্ষণ করে যদি আপনি ফোনটিকে কিনেন তাহলে কিন্তু আপনাকে দুশ্চিন্তায় পড়তে হবে না।
লেখক এর শেষ মন্তব্য
কোন মোবাইল সবচেয়ে ভালো ক্যামেরা সম্পর্কিত ইয়তো বিস্তারিত ভাবে অনেক তথ্যই আমরা জানতাম না। সেগুলো আজকের পোস্টের মাধ্যমে জানলাম,,
এখন থেকে ফোন সম্পর্কিত বিষয়ে আমাদেরকে আর খুব বেশি সমস্যায় পড়তে হবে না।
দোকানে গেলে আর কনফিউশনে পড়া লাগবে না যে কোনটার ক্যামেরা ভালো বা কোন ব্রান্ডের
ফোন নিলে ভালো ক্যামেরা পাওয়া যাবে বা কম বাজেটের ভিতরে কি ধরনের ফোন নিলে
ক্যামেরা ভালো হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url