গৃহসজ্জার জন্য সেরা আইডিয়া - বেড রুম সাজানোর আইডিয়া

প্রিয় পাঠক-পাঠিকা বৃন্দ আসসালামু আলাইকুম। আজকের টাইটেল দেখে এতক্ষণে হয়তো বুঝেই ফেলেছেন আজকের আলোচনা কি নিয়ে হতে যাচ্ছে। আজকের পোস্টের আপনাদের জন্য থাকছে গৃহসজ্জার জন্য সেরা আইডিয়া, বেড রুম সাজানোর আইডিয়া, টিনের ঘর সাজানোর আইডিয়া, ছোট ঘর সাজানোর উপায়,ঘর সাজানোর জিনিস কোথায় পাওয়া যায়,গ্রামের বাড়িতে ঘর সাজাতে কি লাগবে এসব তথ্য।
গৃহসজ্জার জন্য সেরা আইডিয়া
দিনশেষে আমরা সকলেই নিজ নিজ বাসস্থানে থাকতে পছন্দ করি, আর সেটা যদি হয় সুন্দর পরিপাটি সাজানো গোছানো তাহলে তো কোনো কথায় নাই। সুন্দর করে গৃহটা কে সাজিয়ে রাখলে মানসিক ভাবে ও তৃপ্তি পাওয়া যায়। তো সাথেই থাকুন আর দেখুন কিভাবে গৃহসজ্জার জন্য সেরা আইডিয়া সেরা করে তোলা যায়।

পোস্টের সূচিপত্রঃ গৃহসজ্জার জন্য সেরা আইডিয়া - বেড রুম সাজানোর আইডিয়া

গৃহসজ্জার জন্য সেরা আইডিয়া

মানুষজন ব্যক্তি গত সাজ গোজ নিয়ে অনেক বেশি মনো যোগী ছিল, গৃহ কে সাজানোর প্রতি তাদের মনোযোগ ছিলনা বললেই চলে। তখন কার মানুষ ভাবতোগৃহসজ্জার জন্য সেরা আইডিয়া নিয়ে আবার ভাবার কি রয়েছে? যেমন তেমন হলেই চলে যেত তাদের। আর এখনকার সময়ে নিজেরা যেমন ই থাকুক না কেন গৃহ সজ্জা নিয়ে অনেক বেশি সচেতন তারা। তাই গৃহ কে সুন্দর করে সাজাতে সেরা কিছু টিপস শেয়ার করবো আপনাদের সাথে।

বাংলাদেশের গৃহসজ্জার ট্রেন্ড এর মধ্যে আছে ভিক্টোরী সজ্জা,আধুনিক সজ্জা, সমকালীন সজ্জা এবং ঐতিহ্য বাহী সজ্জা ইত্যাদি এখন প্রায়।আসবাবপত্র, ঘর সাজানোর জন্য নানান ধরনের জিনিস, গাছপালা, সাজ সজ্জার সামগ্রী হিসেবে বাছাই করা হয়েছে সব আধুনিক উপকরণ যেমন: ধাতু, টাইলস, সিল্কের কাপড়, কাঠ, লাইট, বোর্ড, চিত্র কর্ম, আলোক চিত্র ইত্যাদি এর সমন্বয়ে করা হয়ে থাকে অন্দর সজ্জার ডিজাইন এবং ডেকেরেশন। 

দেয়ালে বিভিন্ন রকমের রং করা হয়। আধুনিক ধারায় গৃহসজ্জার জন্য indore planet এবং ঝরনা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্যই তো অধিকাংশ ফ্ল্যাট এর বারান্দাকে একটি ফুল বাগানের মতো করে সাজানো হয়।বসে এক কাপ কফি বা চা খাওয়ার জন্য ছোট করে বসার জাগয়া করা।

বেড রুম সাজানোর আইডিয়া

বেড রুম সাজানোর জন্য আগে থেকে যে জিনিস গুলো বাছাই করতে হবে সেগুলো হলো : আসবাবপত্র, দেয়ালের রং নির্বাচন, দেয়ালের বৈচিত্র্যতা, লাইটিং সেট করা, বেড শীট, পর্দা, ইনডোর প্ল্যানেট সেট করা ইত্যাদি। আসবাবপত্র বাছনায় পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যেটা রুম সাজানো গোছানোর আগের ধাপ। বেড রুম সাজানোর জন্য প্রত্যেকটা জিনিস মনের মতো সুন্দর এবং অন্যান্য কাজেও যেন সেসব ব্যবহার করা যায় সেদিকে লক্ষ্য রেখেই কিনতে হবে। 
বেড রুম সাজানোর পরে যেন এমন না হয় যে সেখানে থাকতে দম বন্ধ আসছে। রুমের চার পাশে কিছু রঙিন লাইটিং এর ব্যবস্থা থাকলে রুম টা অনেক সুন্দর লাগে। মাথার কাছ ইনডোর প্ল্যানেট টা রাখলেন আর পর্দা ও বেডশিট টা নিজের পছন্দ মতো রুমের সাথে মান রেখে নিলেন। প্রকৃতি যেমন সবুজ গাছ পালায় ভরা ঠিক তেমনই রুমের মধ্যেও এমন কিছু সবুজ আর্টিফিসিয়াল গাছপালা রাখলে চমৎকার সুন্দর লাগবে। মনে হবে রুমটা যেন প্রকৃতির সৌন্দর্যে ভরা।

টিনের ঘর সাজানোর আইডিয়া

আপনার ঘর ছাদের নাকি টিনের এটা কোনো ব্যাপারই নাহ। অনেক ছাদের ঘর রয়েছে যারা ঘর সাজাতে পারে না বা ইচ্ছা করেই হয়তো সাজায় না। কিম্তু আপনি যদি আপনার টিনের ঘর কে সুন্দর করে সাজাতে পারেন তাহলে ঐ ছাদের ঘরের থেকে আপনার টিনের ঘরকে রাজপ্রাসাদ থেকে কোনো অংশে কম মনে হবে না। টিনের ঘরে প্রথমত সিলিংয়ের ছাউনি গুলো ঠিক করতে হবে। যেমন ধরেন টিন দিয়ে ছাওয়া এটা যেন বোঝা না যায় তার জন্য ওখানে প্লাসটিক র্বোড লাগিয়ে নিতে হবে। 
ফ্লোরে কার্পেট দিয়ে রাখতে পারেন তাহলে ঘরের সৌন্দর্য বেড়ে যাবে। ঘরে দেওয়ালে রং করতে পারেন অথবা স্টিকার লাগিয়ে নিতে পারেন অথবা পর্দা ব্যবহার করতে পারেন। ইনডোর প্ল্যানেট করতে পারেন। আর্টিফিশিয়াল ফুল দিয়ে সুন্দর করে সাজাতে পারেন। পাশে একটা ল্যাম্প, সোফা সেট, টি টেবিল ইত্যাদি রাখতে পারেন। ঘরের সৌন্দর্য বাড়াতে আরও অনেক কিছু করা যায়। তবে সাধ্যের ভিতরে যে যতটুকু পারে তাতেই কিন্তু টিনের ঘরকেও রাজপ্রাসাদ করে তোলা যায়।

ছোট ঘর সাজানোর উপায়

ছোট ঘর সাজানোর ক্ষেত্রে অল্প উপকরণেই ঘরটাকে সুন্দর করে সাজানো যায়। ঘরে আয়না, ফার্নিচার,মাল্টিফাংশানাল জিনিস, বসার ঘর,ডাইনিং রুম ইত্যাদি সহ উপরোক্ত সব জিনিস ঘর সাজানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • ১. ছোট ঘর সাজানোর ক্ষেত্রে রঙ এবং আলোর ব্যবহারের সর্বোচ্চ ব্যবস্থা করে রাখা।
  • ২. আয়না রাখা।
  • ৩. ফার্নিচার।
  • ৪. মাল্টিফাংশান জিনিস।
  • ৫. ক্যাবিনেট।
  • ৬.রুমের ডিভা ইডার।
  • ৭. রান্না ঘর।
  • ৮. বেড রুম।
  • ৯. বসার জায়গা।
  • ১০. স্ক্রীন।
  • ১১. ডাইনিং রুম।
  • ১২.. মাটির জিনিস।
  • ১৩. ল্যাম্পশেড।
  • ১৪. শতরঞ্জি।
  • ১৫. ওয়াল হ্যাঙ্গিং।
  • ১৬. ছবির ফ্রেম।
  • ১৭. তামার কাসার বাসনকোসন ইত্যাদি।

ঘর সাজানোর জিনিস কোথায় পাওয়া যায়

আচ্ছা ঘরের সাজ সজ্জার জন্য ওই জিনিস গুলো কোন জায়গায় বা কোথায় সবচেয়ে কম দাম দিয়ে কেনা যায়? এটা অনেকেরই মনের প্রশ্ন। যে কম দামে জিনিস কোথায় পাওয়া যায় । তাহলে বলবো স্থানীয় কারিগরের মাধ্যমে কম মূল্যে জিনিস কেনা বা বানানো যায়। তাছাড়া কম দামের মধ্যে van market এখন অনেক জনপ্রিয়তা লাভ করছে।

যেমনঃমিরপুরের মধ্যে আছে হোপ marker. মোহাম্মদপুরে আছে কৃষি মার্কেট, খিলগাঁওয়ে আছে তালতলা, উত্তরায় এমন কিছু জায়গা আছে যেখানে ভ্যানে করে ঘর সাজানো বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় অনেক কম দামে। এখন অনলাইনের অনেক পেইজ এ অনেক রকমের ভালো ভালো জিনিস পাওয়া যায় যেগুলো ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। 

দেশীয় স্টাইলে ঘর সাজা তে মাটির জিনিস এর ব্যবহার কিন্তু আবশ্যক। কার্জন হলের ঢাকা বিশ্ববিদ্যালয় এর সংলগ্ন দোয়েল চত্বর এ বিভিন্ন রকমের মাটির জিনিসপত্রের দোকান আছে। এখন তো ঢাকার অনেক রাস্তার ধারে মাটির এই জিনিস গুলো দেখা যায়। দাম কমে সেখানের থেকে ফুলদানি, মাটির বাসন-কোসন, টেপা পুতুল সহ বিভিন্ন জিনিস কিনতে পারেন। এখন যুগ পাল্টেছে বলেই তো শহরের আনাচে কানাচে বিভিন্ন রাস্তার ধারে সব ধরনের জিনিস দেখতে পাওয়া যায়। অনলাইন প্লাটফর্মে ও মনের মতো নানান জিনিস পাওয়া যায়।

গ্রামের ঘর সাজানো

আগেকার দিনে মানুষ ঘর সাজানোটা কে খুব একটা গুরুত্ব দিতো না। নিজেদের সাজ সজ্জা নিয়ে বেশিই ব্যস্ত ছিলো। যুগের সাথে সাথে মানুষের চিন্তা ধারা ও পাল্টেছে। তাই মানুষ এখন নিজেদের সাজ সজ্জার থেকে নিজের ঘরকে সুন্দর করে সাজাতে বেশি পছন্দ করে। আগের দিনে গ্রামের সাজসজ্জা বলতে আরামের জন্য একটা খাট, খাওয়া দাওয়ার জন্য বাসনকোসন, রান্নার জন্য হাঁড়ি কুড়ি, বসার জন্য পিড়ি বা চৌকি ছিলো তাদের নিত্যদিনের সঙ্গী। 

আর এখন মানুষের টিনের ঘর বলেন আর ছোট ঘর বলেন আর গ্রামের ঘর বলেন সব কিছুর সজ্জার জন্য অনেক রকমারি জিনিসের প্রয়োজন পড়ে।যেমনঃআয়না রাখা,ফার্নিচার, মাল্টিফাংশান জিনিস, ক্যাবিনেট, রুমের ডিভা ইডার,রান্না ঘর, বেড রুম,বসার জায়গা, স্ক্রীন, ডাইনিং রুম, মাটির জিনিস, ল্যাম্পশেড, শতরঞ্জি, ওয়াল হ্যাঙ্গিং,ছবির ফ্রেম, তামার কাসার বাসনকোসন, আসবাবপত্র, ঘর সাজানোর জন্য নানান ধরনের জিনিস, গাছপালা, সাজ সজ্জার সামগ্রী হিসেবে বাছাই করা হয়েছে সব 
আধুনিক উপকরণ যেমনঃ ধাতু, টাইলস, সিল্কের কাপড়, কাঠ, লাইট, বোর্ড, চিত্র কর্ম, আলোক চিত্র ইত্যাদি এর সমন্বয়ে করা হয়ে থাকে অন্দর সজ্জার ডিজাইন এবং ডেকেরেশন। দেয়ালে বিভিন্ন রকমের রং করা হয়।আধুনিক ধারায় গৃহসজ্জার জন্য indore planet এবং ঝরনা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্যই তো অধিকাংশ ফ্ল্যাট এর বারান্দাকে একটি ফুল বাগানের মতো করে সাজানো হয়।বসে এক কাপ কফি বা চা খাওয়ার জন্য ছোট করে বসার জাগয়া করা। ঘর সাজানোর ক্ষেত্রে এখন গ্রাম আর শহরের কোনো তফাৎ নেই।

লেখকের শেষ মন্তব্য

উপরেই আমরা ঘর সাজানোর বিভিন্ন টিপস সমূহ সম্পর্কে জানলাম। আপনার ঘরকে সুসজ্জায় সজ্জিত করতে যে জিনিস গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তাই আমাদের ঘরকে মনের মতো করে মনের মাধুরী মিশিয়ে সাজাতে পারি। ঘর যেমনই হোক না কেন সুন্দর করে সাজালে রাজপ্রাসাদ কে ও হার মানাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
AB AKASH
AB AKASH
AB AKASH is a skilled Digital Marketing and Content Writing Expert specializing in driving organic growth through Blog SEO and strategic content creation. With a proven ability to translate complex ideas into compelling, high-ranking web content, AB AKASH helps businesses significantly boost their online visibility and engagement. Currently completing his Honours 4th Year in the Department of English at Rajshahi New Government Degree College.thank you.